পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

এমপি লিটন হত্যার সাত বছর : স্মরণসভায় মানসিক হয়রানির অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, (সুন্দরগঞ্জ) গাইবান্ধা:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে নৃশংসভাবে হত্যার সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় তাকে। নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্মরণসভায় মানসিক হয়রানির অভিযোগ করেছেন সহধর্মিণী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি। রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় আশরাফ আলী হিমাগার চত্বরে আয়োজিত স্মরণসভায় তিনি তাঁর ও অকালে পিতৃহারা একমাত্র পুত্র সন্তানের ওপর মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ করেন।

প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি কান্না জড়িত কণ্ঠে বলেন, দুর্বৃত্তরা যেমন তাঁর স্বামীকে হত্যা করেছে, তেমনি প্রয়াত লিটনের বড়বোন তাঁকে মানসিক নির্যাতন ও হয়রানি করছেন। তাঁর নামে মামলা দিয়ে তাঁকে হেনস্থা ও হয়রানি করা হচ্ছে। তিনি এ অবস্থা থেকে মুক্তি চান। তিনি স্বামীর হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর করারও দাবি জানান।

সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এম.এ মতিনের সভাপতিত্বে স্মরণসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন আলমগীর কবীর হান্নান, সৈয়দ মাসুদা খাজা, আশিকুর রহমান আশিক, মিজানুর রহমান লিটু, শাহ আলম, আশিকুজ্জামান প্রামাণিক তুহিন, সাংবাদিক-সংগঠক হাবিবুর রহমান হবি, লেখক ফয়সাল সাকিদার আরিফ, প্রয়াত লিটনের পুত্র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকিব সাদনান রাতিন প্রমুখ। এর আগে বামনডাঙ্গার মাস্টারপাড়ায় নিজবাড়িতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের কবরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রসঙ্গতঃ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামের মাস্টারপাড়ার বাড়িতে লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জাতীয় পার্টির সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আবদুল কাদের, তার একান্ত সহকারী মো. শামছুজ্জোহা, গাড়িচালক আবদুল হান্নান, গৃহকর্মী মেহেদি হাসান, দূর সম্পর্কের ভাগ্নে ও বাড়ির তত্ত্বাবধায়ক শাহীন মিয়া, সাবেক পোশাকশ্রমিক আনোয়ারুল ইসলাম রানা ও পলাতক চন্দন কুমার রায়কে মৃত্যুদ-ে দ-িত করে রায় দেন আদালত।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ