পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

বছরের প্রথম দিনে সারাদেশে বই উৎসব

ছয় দফা নিউজ ডেস্ক:
প্রতিবছরের মতো সারাদেশে আজ সোমবার (১ জানুয়ারি) নতুন বই উৎসব শুরু হয়েছে। এ উৎসবের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিন প্রায় চার কোটি শিক্ষার্থী পাঠ্যবই পাচ্ছে। যদিও জাতীয় নির্বাচনের কারণে অন্যান্য বছরের মতো এবার জাঁকজমকপূর্ণ আয়োজন নেই।

আজ প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হচ্ছে। গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বই উৎসবের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে গতকাল বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় চার কোটি শিক্ষার্থীর জন্য পাঠ্যবই ছাপা হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ী মিলিয়ে এই স্তরে ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার এবং মাধ্যমিক স্তরে স্কুল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজার কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বই ছাপা হচ্ছে দুই লাখ ১২ হাজার ১৭৭ কপি।

তথ্যসূত্রঃএখন টিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ