পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

গাইবান্ধায় মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
মিছিল, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভাসহ নানা আয়োজনে গাইবান্ধায় বুধবার (০১ মে) পালিত হয়েছে মহান মে দিবস। এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ শ্লোগানে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা শহরসহ জেলার সাত উপজেলায় নানা কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিন সকাল থেকেই গাইবান্ধায় বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা খ- খ- মিছিল নিয়ে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে জড়ো হতে থাকেন। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটার দিকে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র গাইবান্ধার যৌথ আয়োজনে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের করা হয় মে দিবসের বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মে দিবসের আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম বাদশা, জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল করিম, আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ। শিরিন আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা ট্রাক-ট্যাংকলরী-কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা অটো রিক্সা (সি.এন.জি), গাইবান্ধা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা গরুগাড়ি কুলি শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়ন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, পৌর কর্মচারী সংসদ, জাতীয় শ্রমিক জোট, জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র মহান মে দিবস উপলক্ষে মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভাসহ পৃথক কর্মসূচী পালন করে।

পৃথক কর্মসূচি থেকে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র প্রদান, সব কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ প্রদান, সাপ্তাহিক ছুটি কার্যকর করা, নারী শ্রমিকদের মজুরী বৈষম্য দুর করাসহ মাতৃত্বকালীন ছুটি প্রদান, আট ঘণ্টা কর্মদিবস, কাজ, ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং শ্রমিকদের পেনশন ও বয়স্কভাতা প্রদানের দাবি করা হয়।

এরআগে গাইবান্ধা শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন, কালো ব্যাজ ধারন, কার্যালয়ে পতাকা উত্তোলন করে বিভিন্ন শ্রমিক, রাজনৈতিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো।

উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন এবং কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ