ছয় দফা নিউজ ডেস্ক:
বাংলাদেশ সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্যে মিয়ানমারের জান্তা সরকারের অন্তত ২০০ জন সেনা আত্মসমর্পণ করেছে। মিয়ানমারের জান্তাবিরোধী সংগঠন গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর রেডিও ফ্রি এশিয়ার।
স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম করা আরাকান আর্মি গত নভেম্বরে বছর খানেকের অস্ত্রবিরতি ভেঙে দেশটির সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে। এই গোষ্ঠী গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে একটি জান্তার ঘাঁটি দখল করে। এটি বাংলাদেশ সীমান্তের কাছে।
আরাকান আর্মি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, শত শত জান্তা সেনা আত্মসমর্পণ করছে। এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছেন, গত মার্চের শেষের দিকে এবং এপ্রিলে পাঁচটি ব্যাটেলিয়ন থেকে এসব সেনাকে আটক করা হয়েছে। যেসব ব্যাটেলিয়ন থেকে এসব সেনাকে আটক করা হয়েছে সেগুলো হচ্ছে ৫৫২, ৫৬৪ এবং ৫৫১।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২৫ মার্চ থেকে ৩ মে’র মধ্যে তীব্র হামলার মধ্যে এসব সেনাকে আটক করা হয়। ভিডিওতে জান্তা সেনাদের পাশাপাশি রোহিঙ্গা মুসলিমদেরকেও দেখা গেছে। অভিযোগ, রোহিঙ্গাদের জোরপূর্বক জান্তা বাহিনীতে পাঠানো হচ্ছে।