পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

গোবিন্দগঞ্জে চৌবাচ্চার পানিতে পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের একটি মোটর ড্রাইভিং সেন্টারের চৌবাচ্চার পানিতে পড়ে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) খবর পেয়ে পুলিশ সেখান থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহটি উদ্ধার করেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের পুর্ব পাশে সোহেল ড্রাইভিংয়ের চৌবাচ্চার ভেতর থেকে অজ্ঞাত এই ব্যক্তির মরদেহে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে বেশ কয়েক দিন ধরে গোবিন্দগঞ্জ শহরে ঘোরাফেরা করতে দেখা যায়। তবে তার নাম-পরিচয় জানতে পারেনি কেউ। এরই মধ্যে সোমবার সকালের দিকে শহরের পান্থাপাড়া এলাকার গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনের সামনের সোহেল মোটর ড্রাইভিং সেন্টারের একটি চৌবাচ্চার পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ থানার পুলিশ সেখান থেকে অজ্ঞাত পরিচয় মরদেহটি উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে চৌবাচ্চার পানি থেকে অজ্ঞাত ব্যক্তিটির মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ