পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

গোবিন্দগঞ্জবাসীর কাছে নৌকায় ভোট চাইলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লতিফ

নিজস্ব প্রতিবেদক:

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট চাইলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

গতকাল রোববার (০৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে আব্দুল লতিফ প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আপনারা অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে পাবেন।

আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ প্রধান গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জের ফুলফুকুরিয়া বাজার, রাজাহার ইউনিয়নের পানিতলা বাজার, বানেশ্বর বাজারে গনসংযোগ শেষে রাজাবিরাট বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল রানা শিপলুর সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান আন্টুর সঞ্চালনায় উঠান বৈঠক অংশ নেন।

বৈঠকে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সদস্য ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ.ম সাজু, গুমানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু, যুগ্ম আহবায়ক রাজু সরকার, কপিরুল ইসলাম রানা, রাজাহার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল হাসান প্রমুখ।

উল্লেখ, আব্দুল লতিফ প্রধান গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি টানা ১৮ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের সাবেক এ নেতা গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে একজন ক্লিন ইমেজের নেতা হিসাবে পরিচিত। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ