পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

গাইবান্ধায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধায় প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জনে। তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (০৪ সেম্টেম্বর) গাইবান্ধার সিভিল সার্জন ডা. আব্দুল্লাহিল মাফি এ তথ্য নিশ্চিত করেছেন।

গাইবান্ধা সিভিল সার্জন অফিস সূত্র থেকে জানা গেছে, গাইবান্ধায় চলতি বছরের জুলাই মাস থেকে ডেঙ্গু রোগী শনাক্ত হয়। জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল দুইজন। আগস্ট মাস থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে নতুন কওে আরও আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। গত রোববার পর্যন্ত হাসপাতালে চারজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। আজ নতুন আটজনসহ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জনে। গত জুলাই থেকে আজ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জন।

জেনারেল হাসপাতালে ডেঙ্গুর জন্য সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গুর জন্য তিনটি পরীক্ষা করতে হয়। হাসপাতালে তিনটি পরীক্ষায় করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষার জন্য ৫০ টাকা নেওয়া হচ্ছে। ডেঙ্গুর বিষয় নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সিভিল সার্জন ডা. আব্দুল্লাহিল মাফি বলেন, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চলতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, গাইবান্ধায় প্রথম ডেঙ্গুতে আক্রান্ত রোগী আসে ঢাকা থেকে। এখন স্থানীয়ভাবেই কিছু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে, যারা বাস কিংবা ট্রেনে ঢাকায় যাতায়াত করেছেন এবং ফিওে এসে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতাল ও চিকিৎসকরা সব সময় প্রস্তুত রয়েছেন। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে আইসিইউ সাপোর্ট গাইবান্ধায় নেই। গত মাসের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা বেশি। এডিস মশা নিধনে সবাইকে সচেতন হতে হবে। না হলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব না।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ