পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

সম্পর্ক জোরদার ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

ঢাকা-ওয়াশিংটন নিরাপত্তা সংলাপ

ছয় দফা নিউজ ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যাতে বাধা হয়ে না দাঁড়ায়, তাও চায় বাইডেন প্রশাসন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপে এমন প্রত্যাশা ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলে প্রথম দফা সংলাপ। মধ্যাহ্নভোজের পর শুরু হওয়া সংলাপ চলে বিকাল চারটা পর্যন্ত। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে দেন দেশটির রাজনৈতিক সামরিক বিষয়ক দপ্তরের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মিরা রেজনিক।

বৈঠকে বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এ ছাড়া অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের বেসামরিক পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।

নিরাপত্তা সংলাপে কৌশলগত অগ্রাধিকার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা, সন্ত্রাস দমন ও সহিংস চরমপন্থা মোকাবিলাসহ দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে সাইবার সিকিউরিটি, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরালো হোক সেটা যুক্তরাষ্ট্রও চায়।

তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায় সেটা যুক্তরাষ্ট্রও চায়। আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করতে বদ্ধপরিকর। সে ব্যাপারে প্রধানমন্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচন নিয়ে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কী ভাবছে জানি না, তবে নির্বাচনী প্রস্তুতি চলমান রয়েছে।’

এর আগে ঢাকায় মার্কিন দূতাবাস জানায়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ, অবারিত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখার ক্ষেত্রে দুই দেশের দৃষ্টিভঙ্গি একই। এই সংলাপের আগে গেল ২৩ ও ২৪ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ। যেখানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সামরিক শিক্ষা, শান্তিরক্ষা ও আসন্ন সামরিক মহড়াসহ উভয় সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের জন্য নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন; যার মধ্যে রয়েছে আগামী বছরের দুর্যোগ প্রতিক্রিয়া অনুশীলন ও বিনিময়।

এ ছাড়া নিরাপত্তা সংলাপ দুই দেশের সামগ্রিক নিরাপত্তা সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিরাপত্তাবিষয়ক অংশীদারত্ব নিয়েও আলোচনা হওয়ার বিষয়টি জানিয়েছেন মার্কিন দূতাবাস।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ