পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

গাইবান্ধায় হরতালের প্রভাব নেই, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের রোববারের (২৯ অক্টোবর) সারাদেশে ডাকা সকাল-সন্ধ্যার হরতালকে উপেক্ষা করেই গাইবান্ধায় সকাল থেকেই চলছে যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানিরা খুলছে, সাধারণ মানুষদের আনাগোনাও বাড়ছে। বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন।

এদিন সকাল থেকে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়, কাচারী বাজার, ব্রীজরোডসহ আশেপাশের এলাকায় অন্যান্য স্বাভাবিক দিনের মতো কর্মকা- শুরু হতে দেখা গেছে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ব্যাটারিচালিত ইজিবাইক, রিকশাসহ মোটরসাইকেল ও অন্যান্য যান চলাচল করতে দেখা গেছে। খুলেছে দোকানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও। সকাল থেকে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করতে দেখা যায়নি।

291023 002 হরতালb

এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ১নং ট্রাফিক মোড়, দাস বেকারী মোড়, পার্করোড, কাচারী বাজারসহ শহরের গুরুত্বপুর্ন স্থানগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শহরে টহল দিতে দেখা গেছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইবনে মিজান জানান, হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। গণপরিবহনসহ সবকিছুই চলছে। আমরা সতর্ক অবস্থায় আছি। শহরের আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জনসাধারণের জানমালের যাতে কোনো ক্ষতি না হয় সে লক্ষ্যে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসাধারণ স্বাভাবিক দিনের মতো তাদের কাজকর্ম করতে পারছেন।

রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। অন্যদিকে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ