পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

বিএনপির হরতালে গাইবান্ধায় মাঠ আ.লীগের দখলে

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের রোববারের (২৯ অক্টোবর) সারাদেশে ডাকা সকাল-সন্ধ্যার হরতালে সারা দিন গাইবান্ধা জেলা শহরসহ উপজেলা শহরগুলো সরকারি দলের নেতা-কর্মীদের দখলে ছিল। সড়কে বিশাল প্রতিবাদ মিছিল আর শান্তি সমাবেশ করেন নেতা-কর্মীরা। এসব সমাবেশ থেকে হরতালবিরোধী স্লোগান ও বক্তব্য দেওয়া হয়। জেলা শহরে হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর কোনো তৎপরতা ছিল না।

হরতাল প্রতিহত করতে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করতে থাকেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সরকার-সমর্থিত দলের লোকজন। বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে হরতালবিরোধী শান্তি সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় সমাবেশ থেকে হরতালবিরোধী বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশ চলছিলো।

উল্লেখ্য, রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। অন্যদিকে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ