নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গাইবান্ধা সদরের ৮০টি পূজা মন্ডপে জিআর চালের ডিও বিতারণ করা হয়।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান সভাপতিত্বে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৮০টি পূজা মন্ডপে জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবিব রাজিব, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রকি দেব প্রমুখ। এসময় সদর উপজেলার পূজামন্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
পরে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে সদর উপজেলার ১৯জন অসহায় ও দরিদ্র ব্যাক্তির মাঝে মোট ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি।