নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রম খসড়া মহাপরিকল্পনায় সর্ম্পকিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে নগর উন্নয়ন অধিদপ্তর ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় পৌরসভার সভা কক্ষে এ খসড়া মহাপরিকল্পনা সর্ম্পকিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মাসুদ আহমদ, কনসালটেন্ট কাওছার উদ্দিন, গাইবান্ধা নগর দরিদ্র ও সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক জহরুল কাইয়ুম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু হানিফ সর্দ্দার, প্রকৌশলী রেজাউল হক।
সভায় গাইবান্ধা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক নতুন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এসময় পৌরসভার প্যানেল মেয়র, নারী কাউন্সিলর, কাউন্সিলরগন সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাইবান্ধা পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক নতুন পরিকল্পনা গুলো দ্রুত বাস্তবায়ন হোক। শুভ কামনা।