পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

গাইবান্ধায় অস্ত্র ও গুলিসহ ছয় নৌ-ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা নৌযানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার এসপি কামাল হোসেন।

এর আগে শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের এক বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি দেশীয় বন্দুক, রাইফেলের পাঁচ রাউন্ড তাজা গুলি এবং ১৬ ও ২৬ ইঞ্চি লম্বা কাঠের বাট সংযুক্ত দুইটি ড্যাগার (দেশীয় অস্ত্র)।

গ্রেপ্তারকৃতরা হলেন, আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। ডাকাত দলের সদস্যদের প্রত্যেকেই জেলার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। আসামীদের বিরুদ্ধে খুন, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে নৌ-ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ফুলছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামীদের গ্রেপ্তার করা করে। এসময় তাদের দলের ৩-৪ জন সদস্য পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা নৌ-ডকাতির প্রস্তুতি নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামী গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে। ঘটনার সঙ্গে আরো কারা জড়িত আছে তা নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির পৃথক দুটি মামলা করা হয়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ