পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

গাইবান্ধায় তিন দিনব্যাপী স্থানীয় সরকার মেলার উদ্ধোধন করলেন হুইপ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধায় প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উনয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই স্লোগানে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি ও তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। এর আগে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে গিয়ে শেষ হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশ অনেক শক্তিশালী হবে। প্রান্তিক মানুষের দোড়গোড়ায় শহরের সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই মেলা। এছাড়াও নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারেও এই মেলা বিশেষ ভুমিকা পালন করবে। পরে হুইপ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, প্রাণীসম্পদ অফিসার তরুন কুমার দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।

মেলায় অংশ নেওয়া ফাতিহা হ্যান্ডিক্রাফট এর উদ্যোক্তা তাসলিমা আক্তার বলেন- আমরা নারী উদ্যোক্তারা অনলাইনের পাশাপাশি অফলাইনে ব্যবসা করে থাকি। আমাদের জন্য এই মেলাটি অনেক উপকারী। এই মেলাটি আমাদের অফলাইনে প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

মোট ৩৫টি স্টল নিয়ে এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ