পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

গাইবান্ধায় বাস-পিকআপ সংঘর্ষ: আহত পিকআপ চালকের মৃত্যু, পাঁচ বিজিবি সদস্যসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক, পলাশবাড়ী (গাইবান্ধা):
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় নির্বাচনী দায়িত্বে থাকা বিজিবি বহনকারী একটি পিকআপ। এ ঘটনায় আহত বিজিবির পিকআপ চালক মুন্না মিয়া (২০) মারা গেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মুন্নার বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার মাঠের হাট এলাকায়। এতে বিজিবির পাঁচ সদস্যসহ সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার রাইসমিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জে আর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে বাসটি রাইসমিল এলাকায় পৌঁছালে পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আহত হয় পিকআপে থাকা বিজিবির পাঁচ সদস্যসহ আটজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ জানান, বাসের সঙ্গে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা পাঁচ বিজিবি সদস্যসহ আটজন আহত হন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দুই বিজিবি সদস্য ও পিকআপ চালক মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুন্না মারা যান। এ ঘটনায় আহতরা হলেন বিজিবির হাবিলদার আশরাফ (৩৫), সিপাহী রাজন (৩২), তোজাম্মেল (৪৮), আলমগীর (৩২), তরিকুল (২৮) এবং বাসের যাত্রী পেয়ারা বেগম (৪৮), শিশু সারা খাতুন (১২)। প্রথমে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ