ছয় দফা নিউজ ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থাগিত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ইসি সূত্র দিয়ে বিভিন্ন গণমাধ্যেমে গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থাগিত সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এ সংক্রান্ত প্রতিবেদন ও টিভি স্ক্রল বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন নির্বাচন জনসংযোগ কর্মকর্তা।
দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
এর আগে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন।