ছয় দফা নিউজ ডেস্ক: মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিজয় সরণি স্টেশন চালু হয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে এই দুই স্টেশন থেকে মেট্রোরেল যাত্রী পরিবহন করছে।
উত্তরা থেকে ছেড়ে আসা মেট্রোরেলে যাত্রীরা আসছেন। ঢাবি স্টেশন চালু হওয়ায় শিক্ষার্থী ও যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে শীতের সকাল হওয়ায় স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি, তবে বেলা বাড়ার সঙ্গে যাত্রীদের চাপ বাড়বে।
এখন পর্যন্ত মেট্রোরেলের ১৪টি স্টেশন চালু হয়েছে। ১৭টি স্টেশনের মধ্যে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন এখনও চালু হয়নি। বাকি স্টেশনগুলোর এই মাসের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে।