ছয় দফা নিউজ ডেস্ক: গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ট্রেনটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় একজন মারা গেছেন এবং চালকসহ ৮ জন আহত হয়েছেন।
এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চলছে। সন্ধ্যা নাগাদ উদ্ধার কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে বিজিবি ও রেলওয়ে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।