ছয় দফা নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় কিস্তির ঋণ ছাড় নিয়ে আইএমএফের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী শুক্রবার প্রতিশ্রুত এ অর্থ ছাড় হতে পারে।
এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে অনুমোদিত হয় ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব। অনুমোদনের তিনদিন পরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার ছাড় দেয় সংস্থাটি। মোট ৬ কিস্তিতে ২০২৬ সালের মধ্যে মোট ৪৭০ কোটি ডলার ছাড়ের কথা রয়েছে।