পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

২০২৪ সালে দেশের ক্রিকেটে ব্যস্ত সূচি

ছয় দফা নিউজ ডেস্ক:
২০২৩ সালে ক্রিকেটে বাংলাদেশের প্রাপ্তি থেকে হতাশার পাল্লা বেশি ভারী। পুরুষদের ক্রিকেটে অর্জন বলতে ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্টে নিউজিল্যান্ডকে হারানো।
একইসঙ্গে কিউদের ডেরায় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারানো। আর বড় বিপর্যয় ছিল, এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্ব আসরে ভরাডুবি। তবে সাকিব-লিটনদের মতো হতাশ করেননি নিগার-নাহিদারা।

নিজেদের গুছিয়ে আনার চেষ্টায় থাকা বাংলাদেশের ক্রিকেটারদের ২০২৪ সালে ব্যস্ত সূচি রয়েছে। যার শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মধ্য দিয়ে। জানুয়ারিতে শুরু হওয়া এবারের আসরের পর্দা নামবে মার্চে। এরপর ঘরের মাঠে মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি সিরিজ খেলবে বাংলাদেশ।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে শান্ত-মিরাজরা। এরপর খুব একটা বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। ভারত-পাকিস্তানসহ বছরের বাকি সময় একাধিক সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

পুরুষের মতো নারী দলেরও রয়েছে ব্যস্ত সূচি। নিগারদের সামনে বড় চ্যালেঞ্জ ২০২৪ সালের সেপ্টেম্বর -অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এদিকে জানুয়ারির ১৯ তারিখ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফেভারিট হয়েই অংশ নেবে বাংলাদেশের যুবারা।

ক্রিকেটের মতো দেশের নারী-পুরুষ ফুটবলেও রয়েছে ব্যস্ত সূচি। বিশ্বকাপের প্রাক বাছাইয়ে বেশ কয়টি ম্যাচ অংশে নেবে বাংলাদেশ। যেখানে জামাল-তপুদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের মতো শক্তিশালী দল।

এছাড়া ঘরের মাঠে অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে সাবিনা-তহুরারা।

তথ্যসূত্রঃএখন টিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ