পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

১৫ অক্টোবর পাকিস্তানে ফিরতে পারেন নওয়াজ শরিফ

ছয় দফা নিউজ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরার পরিকল্পনা তৈরি করা হয়েছে। দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সুপ্রিমো আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন। দলীয় সূত্র ওই সম্প্রচারমাধ্যমকে জানিয়েছে, নওয়াজ শরিফ বিশেষ ফ্লাইটের পরিবর্তে যাত্রীবাহী সাধারণ উড়োজাহাজে করে পাকিস্তানে ফিরবেন।

দলীয় সূত্র জানিয়েছে, পাকিস্তানে ফেরা উপলক্ষে সংবর্ধনা আয়োজনের জন্য পিএমএল-এনের কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন নওয়াজ। সংবর্ধনায় সর্বাধিকসংখ্যক লোক জড়ো করার জন্য দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই সংবর্ধনাসংক্রান্ত বিষয়গুলোর তদারক করছেন পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ।

এদিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, নওয়াজ শরিফকে স্বাগত জানাতে ১০ লাখ মানুষ বিমানবন্দরে থাকবে বলে জানিয়েছেন পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ