পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বন্যায় তুরস্কে নিহত ৭

ছয় দফা নিউজ ডেস্ক:
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু তথ্যটি জানায়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে সেখানকার বাড়িঘর প্লাবিত হয়। এরপরই বুলগেরিয়া ও গ্রিসের সীমান্তবর্তী কির্কলারেলি প্রদেশে পাঁচজন মারা যান এবং সেইসঙ্গে একজন নিখোঁজও হন।

অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইস্তাম্বুলের উত্তরাঞ্চলীয় বাসাকসেহির ও কুকুকসেকমেসে জেলায় আরও দুইজন নিহত হন। পাশাপাশি একই স্থানে ৩১ জন আহত হয়েছে বলেও জানায় তারা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, ‘আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা আর্থিকভাবে সহায়তা করবো।’

এদিকে স্থানীয় গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রতি বর্গমিটারে প্রায় ১২৫ কিলোগ্রাম বৃষ্টি ছয় ঘণ্টারও কম সময়ে ইস্তাম্বুলে আঘাত হেনেছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ