পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

তিন মুসলিম দেশে নিষিদ্ধ ‘টাইগার ৩’

ছয় দফা নিউজ ডেস্ক:
আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সালমান খানের ‘টাইগার ৩’। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তবে তিনটি মুসলিম দেশে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওমান, কুয়েত ও কাতারে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘টাইগার ৩’ ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এই তিন দেশের। তাদের দাবি, এই ধরনের দৃশ্য দেশের সংস্কৃতিকে আঘাত করবে।

সূত্র বলছে, বিশেষ করে ক্য়াটরিনার তোয়ালে পরা অ্য়াকশন দৃশ্য় নিয়েই আপত্তি। এছাড়া ছবিতে যেভাবে হিংসা দেখানো হয়েছে তা নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের।

অগ্রীম বুকিংয়ে ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে ‘টাইগার ৩’। এই ছবি দিয়েই যে ফের পুরনো ঝাঁজে ফিরতে চলেছেন ভাইজান, তা অগ্রীম বুকিংয়ের গ্রাফ দেখে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা। মুক্তির আগেই কয়েক কোটি টাকা ঢুকেছে সলমনের পকেটে।

‘টাইগার-৩’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ