পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

মন্দা কাটিয়ে উঠছে স্মার্টওয়াচের বাজার, বাড়ছে বিক্রি

ছয় দফা নিউজ ডেস্ক: আভিজাত্য প্রকাশে অনেকরেই পছন্দ হাতঘড়ি, যা যে কারও ব্যক্তিত্ত্ব বাড়িয়ে দিতে পারে কয়েকগুণ।
সামর্থের মধ্যেই পোশাকের সঙ্গে মানিয়ে তাই হাতঘড়ি খোঁজেন অনেকে। তবে সময়ের সঙ্গে ফ্যাশন বদলেছে। তাই, নামিদামি ব্র্যান্ডের হাতঘড়ির জায়গা দখল করেছে স্মার্টওয়াচ।

বলা হয়, স্মার্টওয়াচ আধুনিক ঘড়ির সর্বাধুনিক রূপ। কারণ, এতে রয়েছে ফোনকল, মেসেজ বা ক্ষুদে বার্তা আদানপ্রদান ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সেবা পাওয়ার সুবিধা। তাই দিনদিন বড় হচ্ছে স্মার্টওয়াচের বাজার। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে ৯ শতাংশ। গত বছর এই বাজারে কিছুটা মন্দাভাব থাকলেও বছরের দ্বিতীয় প্রান্তিকে তা কাটিয়ে উঠতে শুরু করে। কাউন্টার পয়েন্ট রিসার্চ প্রকাশিত গ্লেবাল স্মার্টওয়াচ মডেল ট্র্যাকার জানিয়েছে এই তথ্য।

স্মার্টওয়াচের বিক্রি বাড়ার কারণ হিসেবে বলা হচ্ছে, ভারতের বাজারে এর ব্যাপক চাহিদা। দেশটিতে স্মার্টওয়াচ বিক্রির শীর্ষে ফায়ারবোল্ট। এদিকে, চীনের বাজারে আবারো ঘুড়ে দাঁড়িয়েছে হুয়াওয়ে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মোট ৫৬ শতাংশ সরবরাহ বেড়েছে ব্র্যান্ডটি। এরমধ্যে এইচএলওএস স্মার্টওয়াচগুলোর বিক্রি বেড়েছে ১২২ শতাংশ। বলা হচ্ছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ে ওয়াচ ফোর, ফোর প্রো মডেল এবং তৃতীয় প্রান্তিকে ওয়াচ জিটি ফোর বাজারে আসায় ফের উত্থান ঘটেছে এই চীনা জায়ান্টটির।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বছরের তৃতীয় প্রান্তিকে ভালো অবস্থানে রয়েছে অ্যাপল। বছরওয়ারি হিসেবে অ্যাপলের বিক্রি বেড়েছে ৭ শতাংশ। গত বছরের তুলনায় নতুন অ্যাপল ওয়াচ বাজারে দেরিতে ছাড়লেও শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, তৃতীয় প্রান্তিকে এসে সরবরাহ কমেছে স্যামসাংয়ের। প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচের সরবরাহ কমেছে প্রায় ১৯ শতাংশ। চলতি বছরের আগস্টে বাজারে আসা স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচ তেমন সাড়া ফেলতে পারেনি। তবে গত বছর বাজারে আসা ৫ প্রোর তুলনায় বিক্রি বেড়েছে গ্যালাক্সি ওয়াচ ৬ ক্ল্যাসিকের। এর ফলে, প্রতিষ্ঠানটির পণ্যের গড় বিক্রি মূল্যও বেড়েছে।

২০১০ সালে অ্যাপল কোম্পানি বাজারে নিয়ে আসে প্রথম স্মার্টওয়াচ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত স্মার্টওয়াচেরও আবির্ভাব ঘটে সেসময়। জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাং সেসময় তৈরি করা শুরু করে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টওয়াচ ‘স্যামসাং গিয়ার’। এরপর থেকেই প্রায় সব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো স্মার্টওয়াচ নির্মাণে মনোযোগী হয়।

তথ্যসূত্রঃএখন টিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ