পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

গাইবান্ধায় লক্ষ্মীপুরে সড়ক মেরামত নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ গিনি

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়ক মেরামত নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহান জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি। আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়ক মেরামতের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাইবান্ধা সূত্রে জানা যায়, গ্রামীণ সড়ক মোমত/সংরক্ষণ প্রকল্পের আওতায় গাইবান্ধা সদরের গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়ক মেরামত ৯ হাজার ৬৪২ চেইনেজ ১০হাজার ১৮১ মিটার নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৩৩১ টাকা।

উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, সরকার গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে। দারিদ্র্যের হার কমানো, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষাসহ সামাজিক নানা সূচকে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। এতে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। দেশে যে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে তা শুধু শহরে নয়, এর প্রভাব গ্রামেও দৃশ্যমান। গ্রামাঞ্চলে কৃষি, শিল্প ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়নের বেগবান ধারা এখন দৃশ্যমান। জননেত্রী শেখ হাসিনা সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের সুফলও জনগণ পাচ্ছে।

সড়ক মেরামত নির্মাণ কাজের অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আফলাখ হোসেন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ