পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

ফাইনালে কেনিন ও ক্রেসিকোভা

ছয় দফা নিউজ ডেস্ক:
পারলেন না ড্যানিয়েল কোলিন্স এবং এমা নাভারো। সান ডিয়েগো ওপেনের সেমিফাইনাল থেকেই ছিটকে গেলেন দুই আমেরিকান তারকা। তাদের বিদায় করে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন বারবোরা ক্রেসিকোভা এবং সোফিয়া কেনিন। এর ফলে শিরোপার লড়াইয়ে আজ একে অপরের মুখোমুখি হবেন গ্র্যান্ডস্লামের সাবেক এই দুই চ্যাম্পিয়ন।

প্রথম সেমিফাইনালে ড্যানিয়েল কোলিন্সের মুখোমুখি হয়েছিলেন বারবোরা ক্রেসিকোভা। সাবেক শীর্ষ দশে থাকা দুই তারকার লড়াইটা বেশ জমে যায় শেষ চারে। কিন্তু শেষের হাসিটা অবশ্য ক্রেসিকোভাই হাসেন। প্রথম সেটে গেরে গিয়েও চতুর্থ বাছাই ক্রেসিকোভা শেষ পর্যন্ত ৩-৬, ৭-৫ এবং ৬-২ ব্যবধানে হারান আমেরিকান তারকাকে। ড্যানিয়েল কোলিন্সকে হারাতে এদিন সাবেক ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়নের সময় লাগে ২ ঘণ্টা ২১ মিনিট।

সেমিফাইনালে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা কোলিন্সকে হারিয়ে দারুণ খুশি ক্রেসিকোভা। ম্যাচের শেষে চেকপ্রজাতন্ত্রের এই তারকা বলেন, ‘যেভাবে আমি ম্যাচে কামব্যাক করেছি তাতে নিশ্চিতভাবেই আমি অনেক খুশি। কারণ আমার মনে হয় ম্যাচের বেশিরভাগ সময়ই আমি পিছিয়ে ছিলাম। কিন্তু এটা ঠিক যে তার বিপক্ষে ম্যাচে আমি মানসিকভাবে খুব শক্ত ছিলাম। সেইসঙ্গে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল প্রতিটি বলের জন্যই লড়াই করতে হবে।’

ড্যানিয়েল কোলিন্সকে হারিয়ে চলতি মৌসুমের তৃতীয় টুর্নামেন্টের ফাইনালের টিকিট কাটলেন ক্রেসিকোভা। ফেব্রুয়ারিতে মৌসুমের প্রথম কোন টুর্নামেন্টের ফাইনাল খেলেছিলেন তিনি। দুবাইয়ে ডব্লিউটিএ ১০০০ পর্যায়ের সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছিলেন চেক তারকা। সেবার শীর্ষ তিন তারকাকে হারিয়ে রীতিমতো চমকেই দিয়েছিলেন ক্রেসিকোভা। শিরোপা জয়ের পথে এরিনা সাবালেঙ্কা, জেসিকা পেগুলা এমনকি ইগা সুইয়াটেককেও পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। এরপর জুনে বার্মিংহ্যাম ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন বারবোরা ক্রেসিকোভা।

স্থানীয় সময় শুক্রবার ড্যানিয়েল কোলিন্সকে হারিয়ে সান ডিয়েগো ওপেনের ফাইনালেও জায়গা করে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। সান ডিয়েগো ওপেনের ফাইনালেও তার প্রতিপক্ষ আরেক আমেরিকান। ২০২০ সালে অস্ট্রেরিয়ান ওপেনের শিরোপা জিতে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে আসা সোফিয়া কেনিন। সেমিফাইনালে তিনি পরাজিত করেন তারই স্বদেশী কোয়ালিফায়ার এমা নাভারোকে। শেষ চারের ম্যাচে সোফিয়া কেনিন ৬-২, ৫-৭ এবং ৬-৪ ব্যবধানে হারান স্বদেশী প্রতিপক্ষকে।

তথ্যসূত্রঃজনকন্ঠ

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ