ছয় দফা নিউজ ডেস্ক: মোস্তাফিজুর রহমানকে চার মেরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়া জিতেছে ৮ উইকেটে, ৩২ বল বাকি থাকতেই।
টানা ৭ জয়ে সেমিফাইনালে যাচ্ছে অস্ট্রেলিয়া। এর আগে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়ল তারা। ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ফিফটি করেছেন, তবে অস্ট্রেলিয়া ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক অবশ্যই মিচেল মার্শের ক্যারিয়ারসেরা ১৭৭* রানের ইনিংস। ওয়ার্নারের সঙ্গে ১২০ রানের পর স্মিথের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ১৭৫ রান।
তৃতীয় ওভারে হেডকে বোল্ড করে ব্রেকথ্রু এনে দিয়েছিলেন তাসকিন। কিন্তু এরপর আসলে ম্যাচে আর ফিরতে পারেনি বাংলাদেশ। এক মেহেদী ছাড়া খরুচে বোলিং করেছেন সবাই। ব্যাটিংয়ে দারুণ শুরুর পর শক্ত একটা ভিত পেলেও পুনেতে বাংলাদেশ থামে ৩০৬ রানেই।
পরে অস্ট্রেলিয়ার ব্যাটিং-ই বলে দেয়, ‘আরও কয়েকটি রান করতে না পারার’ সেই চিরায়ত আক্ষেপেই ভুগবে বাংলাদেশ দল। যাদের বিশ্বকাপ শেষ হলো মাত্র দুটি জয় দিয়েই। তবে আপাতত হতাশার বিশ্বকাপ শেষ, খাতা-কলমেও বাংলাদেশ এখন দর্শক।
অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হার বাংলাদেশের
তথ্যসূত্রঃপ্রথম আলো অনলাইন