ছয় দফা নিউজ ডেস্ক: বিশ্বকাপে চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে আজ শনিবার (১১ নভেম্বর) মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-পাকিস্তান। ইংল্যান্ডের সামনে সুযোগ আজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করা। পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে ইতোমধ্যে। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে দল দুটি। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড।
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৮২ রান তোলে তারা। ডেভিড মালান ৩১ ও জনি বেয়ারস্টো ৫৯ রান করে আউট হন। মালানকে ফেরান ইফতেখার আহমেদ। বেয়ারস্টো পরিণত হন হারিস রউফের শিকারে। ওয়ানডাউনে নামা জো রুট ৬০ রান করে শাহিন আফ্রিদির বলে আউট হন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকস এ দিনও খেলেন অসাধারণ এক ইনিংস। ৭৬ বলে ১১ চার ও দুই ছক্কায় ৮৪ রান করেন স্টোকস। ম্যাচে ইংলিশদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ এটি।
শেষদিকে, হ্যারি ব্রুক ১৭ বলে ৩০ এবং জস ইংলিশ অধিনায়ক জস বাটলার করেন ১৮ বলে ২৭ রান। এ দুটি ক্যামিওতে ভর দিয়ে ইংলিশরা পায় রানের ৩৩৭ রানের বিশাল সংগ্রহ।
পাকিস্তানের পক্ষে রউফ পান তিন উইকেট। দুটি করে উইকেট নেন ওয়াসিম ও আফ্রিদি।
পাকিস্তানকে ৩৩৮ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড
তথ্যসূত্রঃএনটিভি অনলাইন