পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

এবারের বিশ্বকাপে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

ছয় দফা নিউজ ডেস্ক:
ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল বৃহস্পতিবার। তবে এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংশয় প্রকাশ করার কারণে এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা থাকলেও সেটা বাতিল করা হয়েছে।

২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচের মধ্যদিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শুরু হবে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে।

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনাল ম্যাচের আগে আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের। শুধু তাই নয়, ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের আগেও একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

এদিকে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০টি ভেন্যুতে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড-রবিন পদ্ধতিতে শেষ হবে প্রথমপর্বের খেলা। যেখানে প্রতিটি দল বাকি ৯টি দলের সাথে একবার করে মুখোমুখি হবে। যে চার দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারা সেমিফাইনালে যাবে।

তথ্যসূত্রঃজনকন্ঠ

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ