পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

ছয় দফা নিউজ ডেস্ক:
এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। কিন্তু সে আশার গুড়ে বালি। টুর্নামেন্টের সুপার ফোরে খেললেও ফাইনালে ওঠার কোনো সম্ভাবনা নেই তাদের। টানা ব্যর্থতার মাঝে র‍্যাংকিংয়েও বাংলাদেশ দল পেয়েছে খারাপ সংবাদ। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ দল।

ভারত ম্যাচের আগ পর্যন্ত এশিয়া কাপে খেলা চার ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি। এতেই র‍্যাংকিংয়ের ৭ নম্বর জায়গাটা ছেড়ে দিতে হয়েছে বাংলাদেশ দলকে। এ জায়গায় উঠে এসেছে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা শ্রীলঙ্কা। দুই দলের রেটিং পয়েন্ট পার্থক্য ১। ৭-এ থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৩ আর বাংলাদেশের ৯২।

বাংলাদেশের পাশাপাশি অবনমিত হয়েছে পাকিস্তানও। এশিয়া কাপের আগে ১ নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করা বাবর আজমরা নেমে গেছেন ৩ নম্বরে। শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অজিরা। ২ নম্বরে আছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৬। ৩-এ থাকা পাকিস্তানের রেটিং ১১৫। ভারত-শ্রীলঙ্কার কাছে হারের পর কমেছে তাদের রেটিং পয়েন্ট।

বাকি দলগুলোর র‍্যাংকিংয়ে আসেনি কোনো পরিবর্তন। বিশ্বকাপের আগে সব দলের দ্বিপক্ষীয় সিরিজ থাকায় র‍্যাংকিংয়ে আবারও আসতে পারে পরিবর্তন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ