পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, নভেম্বর ১০, ২০২৪

ভালো করতে মুখিয়ে টাইগাররা

ছয় দফা নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কা-পাকিস্তান-শ্রীলঙ্কা, হাইব্রিড মডেলে দুই দেশে চলমান এবারের এশিয়া কাপে এভাবেই ছুটতে হচ্ছে টিম বাংলাদেশকে। খেলতে হচ্ছে ভিন্ন ভিন্ন কন্ডিশনে, সেই সঙ্গে ভ্রমণের ধকল আর চোটের ধাক্কা, সবমিলেই যেন কিছুটা ছন্নছাড়া টাইগাররা। শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে আসর শুরু করে তারা। পরের ম্যাচে স্বরূপে ফেরে আফগানিস্তানের বিপক্ষে। এক জয়েই মেলে সুপার ফোরে খেলার টিকেট। কিন্তু এই পর্বের শুরুতে সাকিব আল হাসানের দল মাথা তুলেই দাঁড়াতে পারেনি পাকিস্তানের বিপক্ষে। এবার ওই একটি হার তাদের ঠেলে দিয়েছে এমন সমীকরণের সামনে-ফাইনালে খেলার স্বপ্ন বাঁচাতে জিততে হবে এবং জিততে হবে।

সমীকরণটা মাথায় নিয়েই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। ওয়ানডেতে তারা যে ভালো দল, প্রতিশোধের ম্যাচে সেটা দেখিয়ে দেওয়ার পণ করেই ময়দানে নামবে সাকিব ব্রিগেড। ভালো কিছু করে দেখাতে মুখিয়ে তারা। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তেমনটাই বলেছেন, ‘ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে, ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা যা করে দেখিয়েছি, এর থেকেও ভালো কিছু করার সামর্থ্য আমাদের আছে। কাল (আজ) ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি।’

হাথুরুর জন্মভূমি শ্রীলঙ্কা। সেখানে ক্রিকেট খেলেছেন, জাতীয় দলকে কোচিং করিয়েছেন। তাই সেখানকার সবকিছুই ভালোভাবে জানা তার। এর সুবিধা টাইগাররা পাবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু ক্যান্ডির পর লাহোর, এখন আবার কলম্বো-লাগাতার জায়গা বদলের ফলে হাথুরুর জানাশোনা ঠিকঠাক কাজে লাগাতে পারছে না টিম বাংলাদেশ। কিন্তু এখন তারা যে জায়গায় দাঁড়িয়ে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। নানান প্রতিকূলতার মধ্যে টাইগার কোচ সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘আমরা ঘরের বাইরে খেলছি। কন্ডিশন আমাদের অজানা। লাহোরের কন্ডিশন আর এখানকার কন্ডিশন অনেক ভিন্ন। এটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। যাই হোক, আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

হাথুরু জানিয়েছেন, কলম্বোর কন্ডিশন কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টাই আজ তার শিষ্যরা করবে, ‘এই উইকেট আমি অনেক দিন ধরে চিনি। এটা একটু ভিন্নধর্মী উইকেট। সারারাত কাভারে ঢাকা থাকবে। আরও ২৪ ঘণ্টা পর খেলা। কতটুকু রোদ লাগবে, কতক্ষণ অনাবৃত থাকবে-এসবের ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে আমরা কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করব।’ কন্ডিশনের কথা মাথায় রেখে এবং ম্যাচের আগে উইকেট দেখেই একাদশ এবং কম্বিনেশন ঠিক করবেন বলেও জানিয়েছেন টাইগার কোচ, ‘আবহাওয়ার কারণে পিচ বদলে যেতে পারে। গত কিছু দিন আবহাওয়া কেমন ছিল, আমরা তা জানি। তাই সিদ্ধান্ত নেওয়া হবে কাল (আজ ম্যাচের আগে)।’

পারিবারিক কারণে মুশফিকুর রহিমের দেশে ফিরে আসার কথা থাকলেও আজকের ম্যাচটি অন্তত তিনি খেলবেন, এমন সিদ্ধান্তের কথাই জানা গেছে। তিনি ১০ কিংবা ১১ সেপ্টেম্বর ফিরে আসবেন বলেই খবর। যদিও বিষয়টি নিয়ে কোনোরূপ মন্তব্য করতে চাননি হাথুরুসিংহে, ‘এটা ব্যক্তিগত ব্যাপার। আমি এটা নিয়ে কথা বলতে চাই না।’ টাইগার কোচ আসলে শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচের দলটা কেমন হবে, সেটা নিয়েই ভাবছেন। সম্ভাবনা টিকিয়ে রাখতে শিষ্যদের থেকে চাইছেন সেরা পারফরম্যান্স।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ