পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

পাকিস্তানে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ করলেন আলভি

ছয় দফা নিউজ ডেস্ক:
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করলেন। প্রেসিডেন্ট হিসেবে আলভির পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য।

২০১৮ সালের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে পিটিআইয়ের নেতৃত্বে দেশটিতে জোট সরকার গঠিত হয়। এই সরকারের প্রধানমন্ত্রী হন পিটিআই-প্রধান ইমরান খান। ২০১৮ সালের ১৮ আগস্ট প্রেসিডেন্ট পদে আলভিকে মনোনয়ন দেয় পিটিআই। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব নেন আলভি।

গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ইমরানের নেতৃত্বাধীন পিটিআই সরকারের পতন হয়। ইমরানের নেতৃত্বাধীন সরকারের পতন হলেও আলভি প্রেসিডেন্ট পদে বহাল থাকেন। তিনি পাকিস্তানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত চতুর্থ প্রেসিডেন্ট, যিনি তার মেয়াদ পূর্ণ করলেন।

আলভির আগে যে তিন প্রেসিডেন্ট তাদের মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন তারা হলেন-চৌধুরী ফজল এলাহি, আসিফ আলি জারদারি ও মামনুন হুসেন।

ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফের নেতৃত্বে বিরোধীরা জোট সরকার গঠন করে। ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়। এর মধ্য দিয়ে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অবসান ঘটে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ