নিজস্ব প্রতিবেদক (ফুলছড়ি) গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একটি মাদ্রাসার বারান্দা থেকে ৮টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা জব্দ করেছে পুলিশ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) রজব আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলীম মাদ্রাসার বারান্দা থেকে ৮ টি ককটেল ও ৬ টি পেট্রোল বোমা, বাঁশের লাঠি ও ছোট বড় ইটের টুকরো উদ্ধার জব্দ করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ককটেল, পেট্রোল বোমা, বাঁশের লাঠি ও ছোট বড় ইটের টুকরোগুলো জব্দ করা হয় জানিয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।