পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

গোবিন্দগঞ্জে শালার হাতে দুলাভাই খুন, অভিযুক্ত শালা ও তার স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে শ্যালকের হাতে দুলাভাই নিহত হয়েছেন। উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রমজান আলী (৪৫)। তিনি ওই গ্রামের সদেল হকের পুত্র। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শ্যালক ও তার স্ত্রীকে আটক করেছে।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলীর সাথে তারই চাচাতো শ্যালক শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দুুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে দুলাভাই রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে তারা রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে শ্যালক শফিকুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করেছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ