পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

‘প্রবাসী কর্মীর সুরক্ষায় অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে’

গণমাধ্যমকর্মীদের সাথে নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিরোধী সংলাপ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
জাতীয় অর্থনৈতিক পরিকল্পনায় রেমিট্যান্সের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু রেমিট্যান্স যারা পাঠান, তাদেরও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে দেশে টাকা পাঠানো প্রবাসী কর্মীর ভালো-মন্দ সরকারকেই দেখা উচিত। কর্মীর সুরক্ষায় অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিয়োগে নৈতিকতা এবং বিদেশ যাওয়ার খরচ কমিয়ে আনতে হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) গাইবান্ধার নশরৎপুরে গণ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিরোধী সংলাপে বক্তারা এসব কথা বলেন। দাতা সংস্থা এডব্লিউও ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

বক্তারা বলেন, বাংলাদেশের অভিবাসনের ক্ষেত্রে তিনটি বিষয়ে আরো কাজ করার সুযোগ আছে। যারা বিদেশে যান তাদের জেনে বুঝে সঠিক তথ্য নিয়ে ও দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিত বলে মন্তব্য করেন। দক্ষ হয়ে বিদেশ গেলে তাদের উপার্জিত রেমিটেন্স এর পরিমান বৃদ্ধি পাবে। নিয়মিত পথে বিদেশ যাত্রায় জীবনের ঝুঁকি কমাবে। যাতে আমাদের শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে না হয়। পাশাপাশি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সেবাসমূহের তথ্য তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে।

প্রসপারিটি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। গণ উন্নয়ন কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জয়া প্রসাদের সঞ্চালনায় সংলাপে মূল আলোচনায় অংশ নেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গাইবান্ধার অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খাদিমুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক আল আজম সরকার।

সংলাপে অভিজ্ঞতা বিনিময় ও মতামত উপস্থাপন করে বক্তব্য দেন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হক, সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, দীপক কুমার পাল, মাছরাঙা টিভি প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি রিক্তু প্রসাদ, একুশে টিভি প্রতিনিধি আফরুজা লুনা, সময় টিভি প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ। এসময় সাংবাদিক কুদ্দুস আলম, উত্তম সরকার, ফিরোজ কবীর, কায়সার রহমান রোমেলসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গাইবান্ধা সদর উপজেলার তিনটি ও ফুলছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে প্রসপারিটি প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিষয়ে কাজ করছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ