পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, অক্টোবর ২১, ২০২৪

মাধ্যমিক স্কুল পর্যায়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন হলো গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা:
মাধ্যমিক স্কুল পর্যায়ের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে খুলনা-বরিশাল বিভাগের ‘গোলাপ’ অঞ্চল চ্যাম্পিয়ন দল পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় দলকে ৩-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হলো রংপুর-রাজশাহী বিভাগের চাঁপা অঞ্চলের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।

গত ২৭ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা বোর্ডের আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় সিলেট জেলা স্টেডিয়ামে। ওই দিন সকালে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, বিভাগীয় কমিশনার, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তারা ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, কাবাডি ও দাবা বিষয়ে বালক এবং বালিকা বিভাগে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রথমে ইউনিয়নের সাব-জোন পর্যায়ে চ্যাম্পিয়ন দল উপজেলার জোন, জেলা ও বিভাগ এবং পরে দুটি বিভাগ নিয়ে গঠিত অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। রংপুর ও রাজশাহী বিভাগের ‘চাঁপা’ অঞ্চলের চ্যাম্পিয়ন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে গঠিত ‘বকুল’ অঞ্চলের কক্সবাজার জেলার কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ দলকে ৩-২ গোলে, ২৯ সেপ্টেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত ‘পদ্ম’ অঞ্চলের টাঙ্গাইল জেলার সখিপুর পাইলট উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে এবং ৩০ সেপ্টেম্বর খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে গঠিত ‘গোলাপ’ অঞ্চলের চ্যাম্পিয়ন পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় দলকে ৩-০ গোলে পরাজিত করে।

আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দলের লিমন, শাওন ও শাকিল একটি করে গোল করে। দলনেতা মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আবু ইসহাক মো. নূরে আলম সিদ্দিক ও প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাতি আব্দুল লতিফ প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানসহ এলাকার বিশিষ্টজনরা।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ