পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

চির নিদ্রায় শায়িত গাইবান্ধা জেলা আ‘লীগ নেত্রী আফরোজা বানু শিখা

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:

চির নিদ্রায় শায়িত হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বানু শিখা। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন তিনি।

এর আগে বাদ যোহর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে তার নামাজে জানাজা  অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী,  জেলা পরিষদ, জেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী-পেশার মানুষ অশ্রুশিক্ত শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে চির বিদায় জানান।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সহধর্মিণী প্রবীণ আওয়ামী লীগ নেত্রী আফরোজা বানু শিখা ৬৭ বছর বয়সে গত রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যে সাতটায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রবীণ এই আওয়ামী লীগ নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় মাহাবুব আরা বেগম গিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী আফরোজা বানু শিখা জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ