পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

ঢাকায় পুলিশ সদস্য পারভেজ হত্যায় জড়িত সন্দেহে পলাশবাড়ী স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য পারভেজ হত্যায় জড়িত সন্দেহে গাইবান্ধার পলাশবাড়ীতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় রোববার সকালে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবক পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে শামীম রেজা পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। রোববার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পলাশবাড়ী পৌর শহরে খাদ্য-গুদামের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার পুলিশ কর্মকর্তা (ওসি-তদন্ত) দিবাকর অধিকারী জানান, আটক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ হত্যাকা-ে জড়িত। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে। তাঁকে ডিএমপির কাছে হস্তান্তর করা হবে। তাঁকে হেফাজতে নেওয়ার জন্য ডিএমপির একটি দল গাইবান্ধার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

উল্লেখ্য, বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলার সময় ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় পারভেজ মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ প- হয়ে যায়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতা-কর্মীরা। এই সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ