পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

তফসিল ঘোষণার পর গাইবান্ধায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই সন্ধ্যায় গাইবান্ধায় আনন্দ মিছিল বের করেছে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই দলের জেলা কার্যালয় থেকে এই আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও ডিবি রোডের ১ নং রেলগেট এলাকায় দলের জেলা কার্যালয়ে ফিরে আসে। সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

151123 018b তফশিল

সমাবেশে মাহাবুব আরা বেগম গিনি বলেন, মানুষ নির্বাচনমুখী। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। তিনি বলেন, আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ