পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

গাইবান্ধায় ধানক্ষেতে ইঁদুরের আক্রমণ, কৃষকের কপালে চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিবেদক, (সাদুল্লাপুুর) গাইবান্ধা:
কৃষক শাহানুর মিয়া (৫৫)। মাঠে আছে ৩০ শতক জমি। সেই জমিতে আবাদ করেছেন রোপা আমন ধান। ইতোমধ্যে পরিচর্যা ও সার প্রয়োগ শেষে ধানগাছ থোড় হতে শুরু করেছে। এরই মধ্যে দেখা দিয়েছে ইঁদুরের আক্রমণ। ক্ষেতের ফসল কেটে সাবাড় করছে রাক্ষুসে ইঁদুর।

সরেজমিনে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বড় জামালপুর (পুর্বপাড়া) গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে শাহানুর মিয়ার জমিতে দেখা গেছে ধানক্ষেতে ইঁদুর আক্রমণের এ দৃশ্য। এসময় নষ্ট হওয়া ধানগাছগুলো কাঁধে নিয়ে চরম দুশ্চিন্তায় তাকিয়েছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, শুধু শাহানুর মিয়াই নন। এ এলাকার অধিকাংশ মানুষ ধান চাষাবাদ করে পরিবারের চাহিদা পূরণের চেষ্টা করেন। চলতি মৌসুমে খরার কবলে পড়ে সেচ দিয়ে রোপণ করতে হয়েছে আমন চারা। এরপর পরিচর্যা শেষে কতিপয় কৃষকরে জমিতে দেখা দেয় পোকা-মাকড় ও ব্লাস্ট রোগের আক্রমণ। এ থেকে সার-কিটনাশক প্রয়োগে কিছুটা রক্ষা পায় কৃষকরা। এতে করে বাম্পার ফলনের সম্ভাবনা ছিল। এরই মধ্যে কয়েকদিনের বর্ষণের পানি জমে এবং নেমে গেলে শুরু হয় রাক্ষুসে ইঁদুরের উপদ্রুপ। দিনশেষে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই বিশালাকৃতির ইঁদুরের দল ধানগাছ কেটে সাবাড় করছে। এতে করে ফসল নষ্ট হয়ে ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। এ অবস্থায় ইঁদুর দমনের জন্য কৃষি বিভাগ থেকে কোন ধরণের উদ্যোগ নেওয়া হয়নি বলে ভুক্তভোগিদের অভিযোগ।

ক্ষতিগ্রস্ত কৃষক শাহানুর মিয়া বলেন, পরিবারের চাহিদা মেটাতে ৩০ শতক জমিতে রোপা আমন ধানের আবাদ করেছি। এই ক্ষেতে নানা দুর্যোগের ধকল সামলিয়ে উঠতে না উঠতেই শুরু হয়েছে ইঁদুরের উপদ্রব। এসব ইঁদুরের তান্ডবে জমির প্রায় ৩০ ভাগ ফসলই নষ্ট হয়েছে। ইঁদুরগুলো মারতে কিটনাশক ও অন্য পদ্ধতি ব্যবহার করেও তেমন কোন কাজ হচ্ছে না।

কৃষক হজরত আলী প্রামানিক বলেন, আমার জমিতে ইঁদুর দমনে বাঁশের ফাঁদ পাতানো হয়েছে। এছাড়া রাতের বেলায় টিনের শব্দ বাজিয়ে ও টর্চলাইট জ্বালিয়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম বসুনিয়া জানান, ধানক্ষেতের ইঁদুর নিধনের ব্যাপারে প্রচারণা অব্যাহত রয়েছে। এ নিয়ে মাঠেপর্যায়ে গিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ