পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

গাইবান্ধায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশে তৈরি একনলা বিশিষ্ট একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন।

গ্রেফতার তিনজন হলেন- সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকার মৃত নুরনবীর ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), একই এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে খোকা মিয়া (৬০) ও দারিয়াপুর এলাকার মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল হক (৫২)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনে বালুর নিচে লুকানো কালো রংয়ের একটি দেশে তৈরি একনলা বিশিষ্ট ওয়ানসুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধারসহ ঘটনার মূল আসামি আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার হিরুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর আসামি মোজাম্মেল হক ও খোকা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মোজাম্মেল হক ও খোকা মিয়া ঘটনার মূল আসামি আসাদুজ্জামান হিরুর সহযোগী বলে জানতে পেরেছি। এদের মধ্যে আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে ২টি চুরি ও চাঁদাবাজীসহ ৪টি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোপ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান সরকারসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ