পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

গাইবান্ধায় বাস ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধায় বাস ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এসপি কামাল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)। এদের প্রত্যেকের বাড়ি বগুড়া সারিয়াকান্দি উপজেলায়।

পুলিশ সুপার কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা শহরের সুখনগর(সুখ শান্তির মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাস ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফসহ
ডাকাত দলের সদস্য ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বারকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে এই চক্রের আরও ৪-৫ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে শহরের সুন্দরজাহান মোড় এলাকা থেকে সাকোয়াত হোসেন ও শাহীন আলম নামে আরও দুই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য: আসামি ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বার এর বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা।সাখাওয়াত হোসেন ডাবলু এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য সরকারি কাজে বাধা প্রদান, চাঁদাবাজি ও মাদক সহ ১১ টি মামলা রয়েছে এবং শাহিন আলমের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ