পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ভোট দেয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঠিক তেমনিভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট দেয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এটি আরও জোরদার করা হবে। ভোটাররা নির্ভয়ে ভোটপ্রদান করবেন। এতে ভয়ের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টায় গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সকলের সমন্বয়ে আগামি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিতে যেমন আগ্রহী, তেমনি নির্বাচন কমিশনারও ভোটারদের ভোট প্রদানের সুষ্ঠু পরিবেশ তৈরীর জন্য গুরুত্বপর্ণ ভূমিকা পালন করছেন। ভোটের পরিবেশ ভালো থাকায়, ভোটার উপস্থিতি বাড়বে।

তিনি বলেন, প্রার্থীসহ নির্বাচনের কাজে দায়িত্বরত সংশ্লিষ্ট সকলকে আইনের মধ্যেই চলতে হবে। কোনোভাবেই আইনের ব্যত্যয় কাম্য নয়। ভোট সুন্দরভাবে করতে আইনে যা যা আছে তাই করতে হবে। একইসঙ্গে যা বর্জনীয় এবং করণীয় তাই করতে হবে। কেউ কোন ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোটারদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ভোটের সার্বিক পরিবেশ-পরিস্থিতি ভালো ও সুন্দর করতে সব ব্যবস্থা নেয়া হবে। ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্বিঘেœ ভোট দিতে পারেন সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রে আসতে ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নেই। তাই সকলকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

এরআগে, দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। এছাড়া তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিবসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমশিনার (ভুমি) এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ