পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

‘কৃষিতে ভর্তুকি বাড়িয়েছে সরকার’ -গিনি

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে কৃষি ও পরিবেশের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব গৃহীত কৃষি ও পরিবেশ উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রমের ধারাবহিকতায় সরকার বিগত সাড়ে ১৪ বছরে কৃষিবান্ধব ও বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কৃষিতে ভর্তুকি বাড়িয়েছে সরকার।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কৃষির উন্নয়নে সরকার কৃষকদের জন্য সার ও বীজসহ সকল কৃষি উপকরণের মূল্যহ্রাস করেছে। কৃষকদের জন্য সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান করছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ীলীগের সাধারন সম্পাদক মৃদুল মোস্তাফিজ জন্টু, সদর উপজেলা কৃষি অফিসার শাহাদৎ হোসেনসহ অনান্যরা।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ