নিজস্ব প্রতিবেদক, (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে সরকারের উন্নয়ণমূলক কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামে গ্রামে চলছে উঠান বৈঠক, গনসংযোগ ও লিফলেট বিতরণ।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের উদ্যোগে মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ও রাজাহার ইউনিয়নে পৃথক দুটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ জিয়াউল হকের সভাপতিত্বে ও বিপ্লব মিয়ার সঞ্চালনায় গোপালপুর-চাঁদভোবনা গ্রামের নারী সমাবেশে নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান, আওয়ামী লীগ নেতা খুরশীদ আলম পলাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা ময়েজউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।
এদিকে একই সময় রাজাহার ইউনিয়নের নওগাঁ গ্রামে অনুষ্ঠিত নারী সমাবেশে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণ তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে উঠান বৈঠক করেন, রাজাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস ও ববি রানী।