পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যের নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। নদীমাতৃক বাংলাদেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে দু‘দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকা বাইচ আয়োজন করে।

নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই এখানে উৎসবের আমেজ সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত ছিল। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। ব্রহ্মপুত্র নদ পাড়ে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে গ্রাম্যমেলা।

মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

031023 08 নৌকাবাইচa

হুইপ মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রাণের প্রতীক নৌকা, চিরায়ত শ্বাশত বাংলার প্রতীক নৌকা, বঙ্গবন্ধুর প্রতীক নৌকা এবং নির্বাচনের প্রতীক নৌকা। নৌকার কান্ডারি জননেত্রী শেখ হাসিনা নীরবে নিভৃতে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে চলেছেন। দেশ উন্নতির দিকে যাচ্ছে। গণমানুষের উন্নতি হলে দেশ উন্নত হবে। জাতির জনকের নেতৃত্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রতিটি সংগ্রামে বাঙালি জাতি বিজয় অর্জন করেছে। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে এবারও জয়যুক্ত করে শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে উন্নয়ন কাজ অব্যাহত থাকায় নদীমাতৃক বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় উন্নয়নের মহাসড়ক ধরে সামনে এগিয়ে চলেছে এবং আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের উন্নত দেশের কাতারে উপনীত হবে।

031023 08 নৌকাবাইচc 2

বাংলাদেশ আওয়ামী লীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলামের সঞ্চালনায় নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রামাণিক কোট, যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. এ.কে.এম মহিবুল হক সরকার মোহন, ছাত্রলীগ সাবেক জেলা সভাপতি মো. আসিফ সরকার, সদর উপজেলা আন্ত: ফেরিঘাট ইজারাদার মো. আরিফ মিয়া রিজু ও কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান।

দুই দিনব্যাপী নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. হারুনুর রশিদ ইদু, সোয়েব মো. রাসেল, মো. লুৎফর রহমান, আলহাজ্ব এটিএম শামছুল হুদা বাবলু, মো. শাহিন মিয়া, শাহ মো. রেজাউন্নবী পিযুষ, মো. আনোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম, মো. সবুজ মিয়া, মো. ফারুকুল ইসলাম, মো. মোসলেম উদ্দিন লাভলু, সোলায়মান ইসলাম মাস্টার, আব্দুল মতিন দেওয়ানী, আব্দুল লতিফ মিয়া, সদরুল কবির আঙ্গুর, মাজু আহমেদ, জয়নাল আবেদীন, রেজাউল করিম, সেকেন্দার আলী, নুরুন্নবী সরকার, মো. আলম মিয়া, মো. আব্দুর রশিদ, মো. সাবু মিয়া, আব্দুল মান্নান তারা, মাসুদ রানা, মোছা. শিউলী বেগম, মুন্নি বেগম, মোছা. ছকিনা বেগম প্রমুখ।

031023 08 নৌকাবাইচd

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনার পর কামারজানী বন্দরের ব্রহ্মপুত্র নদে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি মো. মারুফ হাসানের পরিচালনায় নৌকা বাইচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাইবান্ধা সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রায়হান সরকার।

গাইবান্ধার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ। নৌকাবাইচ প্রতিযোগিতায় চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় দেড় কিলোমিটার দূরত্ব থেকে নৌকাবাইচ শুরু হয়।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ