ছয় দফা নিউজ ডেস্ক:
গাইবান্ধায় রেললাইনে সন্তানসহ আত্মহত্যা করতে যাওয়া অপরিচিত এক নারীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওই নারীসহ এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ওই নারীর কোল থেকে ছিটকে গুরুতর আহত হয়েছে তার শিশু সন্তান। শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকালে পৌর শহরের আদর্শ কলেজ সংলগ্ন মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজিয়া বেগম (৩৫) ও জুবায়ের রহমান জামিল (১৮)। নিহত রাজিয়া সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী এবং জোবায়ের গাইবান্ধার একটি বেসরকারি কলেজে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আজ (সোমবার) সকালে সন্তানকে সঙ্গে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে রাজিয়া মাঝিপাড়া এলাকার রেললাইনে অপেক্ষা করছিলেন। এর একপর্যায়ে যখন ট্রেন আসা দেখেও লাইন থেকে সরছিলেন না, তখন কলেজছাত্র জোবায়ের গৃহবধূকে লাইনের ওপর থেকে নামাতে হাত ধরে টানাটানি করতে থাকে। পরে উভয়ের জোরাজুরির একপর্যায়ে ট্রেন এলে দুজনের গায়েই ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়।
ওই নারীর কোলে থাকা দুই বছর বয়সের শিশু সন্তানটি লাইনের বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, সন্তানসহ গৃহবধূকে বাঁচাতে গিয়ে এক কলেজছাত্রসহ দুজনেরই মৃত্যু হয়েছে। ওই নারীর কোল থেকে ছিটকে পড়ে আহত শিশু সন্তানকে চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।