পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

গোবিন্দগঞ্জে নৌকায় ভোট চাইলেন সাবেক সহকারী এ্যাটর্নি জেনারেল অ্যাড. আব্দুর রউফ আকন্দ

নিজস্ব প্রতিবেদক, (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা:
শত বাধাবিঘœ আর ষড়যযন্ত্রের জাল ছিন্ন করে দুর্বার গতিতে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই ধারা অব্যাহত রাখতে দূর্নীতিবাজ আর গণশত্রুদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের প্রকৃত কর্মী ও জনপ্রিয় নেতাদের সামনে আনলে আওয়ামী লীগের অগ্রযাত্রা কখনই আর ব্যহত হবে না।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাবেক সহকারী এ্যাটর্নি জেনারেল, এ্যাপিলেড ডিভিশনের আইনজীবী এবং মহান মুক্তিযুদ্ধে গোবিন্দগঞ্জের প্রথম শহিদ আব্দুল মান্নান এবং শহিদ মুক্তিযোদ্ধা হারেছ আকন্দের ছোট ভাই আব্দুর রউফ আকন্দ গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। রোববার গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনাড়ম্বর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুর রউফ আকন্দ তাঁর বড় দুই ভাইসহ মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদদের প্রতি সম্মান জানিয়ে আবেগপূর্ণ বক্তব্য রাখেন।

অ্যাড. আব্দুর রউফ আকন্দ এ সময় আরও বলেন, পৃথিবীর কোনও দেশেই স্বাধীনতার বিপক্ষ বলে কোন শক্তি নেই। কিন্তু আমাদের দূর্ভাগ্য, অর্ধশতাব্দী পরেও ওই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আমাদের। অন্যায়ের বিরুদ্বে আর দেশমাতৃকার পক্ষে দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে এ লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। পদে পদে শত বাধাবিঘœ আর ষড়যযন্ত্রের জাল ছিন্ন করে দুর্বার গতিতে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন তিনি। শেখ হাসিনার হাত ধরে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে।

তিনি বলেন, চিহ্নিত স্বাধীনতাবিরোধী অপশক্তির পাশাপাশি দলের মাঝে ঘাপটি মেরে থাকা রাজাকার সন্তানদের থেকেও সাবধান হতে হবে এখনই। কারণ এরা রূপ বদল করে যেকোন সময় স্বরূপে আত্মপ্রকাশের পাশাপাশি দেশের অস্তিত্ত্বে আঘাত হানতে কোন দ্বিধা করবে না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই সঠিক নেতৃত্ব বাছাইয়ে কোন ভুল করা যাবে না। দূর্দিনে দলের হাল ধরে থাকা নেতা-কর্মীদের মূল্যায়ণ করতে হবে। দলের প্রকৃত কর্মী ও জনপ্রিয় নেতাদের সামনে আনলে আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, দেশ আর স্বাধীনতা রক্ষায় মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার কোন বিকল্প নেই। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী যেই হোন, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে গোবিন্দগঞ্জ উপজেলাবাসীকে আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ