পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

বিএনপি নির্বাচনে আসলে সহায়তা করা হবে: ইসি আলমগীর

ছয় দফা নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি চাইলে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। একইসঙ্গে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সব দলকেই সব ধরনের সহায়তা দেওয়া হবে।
আজ রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি আলমগীর বলেন, ‘বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো, আমাদের সহায়তা করেন, তাহলে অবশ্যই করবো। তবে রাজনৈতিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যত রকম চেষ্টা করা দরকার, তা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।’
প্রশাসন প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘পুলিশ প্রশাসনে অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।’
কয়েকটি দল বলছে ভোটের পরিবেশ নেই- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চিরকাল সরকারিদল বিরোধীদলের ওপর অভিযোগ করে। আবার বিরোধীদলও সরকারিদলের বিরুদ্ধে অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।’
এবারের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলসহ ১০টি দল ইতিমধ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে।
তবে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো কোনো সাড়া দেয়নি। তারা তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে।
অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগসহ নির্বাচনে অংশ নিতে আগ্রহী বেশ কয়েকটি দল তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

তথ্যসূত্রঃটিবিএস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ