পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

সাহস থাকলে দেশে আসেন রাজপথে ফয়সালা হবে: ওবায়দুল কাদের

ছয়দফা নিউজ ডেস্ক:
তারেক রহমানকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিতে কি কোন নেতা আছে? নেতা নেই। পালিয়েছে বিএনপি নেতা তারেক রহমান। তিনি কবে আসবে। সাহস নাই। আসলেই তো জেলে যেতে হবে। সাহস থাকলে তো আসেন রাজপথে খেলা হবে। আসেন রাজপথে মোকাবিল হবে। রাজপথেই ফয়সালা হবে।

বুধবার রংপুরে জিলায স্কুল মাঠে রংপুর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ধৈর্য ধরেন আওয়ামী লীগ পালাবে না। আমাদের শিকড় অনেক গভীরে। শেখ হাসিনার ক্ষমতা বাংলাদেশের জনগণের ক্ষমতা। বাংলাদেশের মাটি ও জনতা আওয়ামী লীগের শক্তি। আমরা পালাবো না। আমরা রাজপথেও আছি। নির্বাচনে আছি।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির খাদেপাড়া দফা আর বাস্তবায়ন হবে না। গোলাপবাগের গরুহাট থেকে সোহরাওয়ার্দীতে গিয়ে হাঁটু গেড়ে গেছে। তাদের নেতা তারেক রহমান ইলেকশন করতে পারবে না। তার ২০ বছরের সাজা হয়েছে অর্থ পাচারের দায়ে। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে গেছে। সম্পদ লুটের মামলার রায় হয়েছে। আরেক নেতা কে? খালেদা জিয়া। খালেদা জিয়া নির্বাচন করার যোগ্যতা কি আছে? নেই। এতিমের টাকা আত্মসাৎ করে আজকে তিনি নির্বাচনের যোগ্যতা হারিয়ে ফেলেছেন। যোগ্যতাও শেষ দেশনেত্রীও শেষ। আদালত ঘোষণা করে দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আন্দোলনের নেতা শেখ হাসিনা। ৭৫ এর পর আমাদের যে অর্জন দিয়েছে, সেই অর্জনের নেতার নাম কি শেখ হাসিনা। শেখ হাসিনা যে অর্জন আমাকে আমাদের দিয়েছে, জাতিকে দিয়েছে, উত্তরবঙ্গকে দিয়েছে। আর কেউ দিতে পারেনি। উত্তরবঙ্গের ছয় লেনের রাস্তা। সৈয়দপুরে ১৮ টা প্লেন প্রতিদিন ওঠা নামা করে। গঙ্গার পানি যার নেতৃত্বে পেয়েছি। তার নেতৃত্বে তিস্তার পানিও আমরা পাব।

তিনি বলেন, তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদা রহমানের সম্পত্তি গোপন করার মামলার রায় কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে। তারেক রহমান দুই মামলায় নয় বছর জেল হয়েছে। উনার স্ত্রী দেড় বছর করে তিন বছর জেলের রায় হয়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ